পরম করুনাময় এবং সর্বশক্তিমান মহান আল্লার প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য রেখে মফস্বলের অবহেলিত পিছিয়ে পড়া জনপদের অজঁপাড়াগায়ে অত্যাধুনিক প্রতিযোগিতামূলক ও বিশ্বায়নের যুগে মেধাবী ছাত্র-ছাত্রী গড়ে তুলার লক্ষ্যে আমার শ্রদ্বেয় পিতা-মাতার অনুপ্রেরণায় এবং আমার পিতার অর্থায়নে০১/০১/২০০৬ ইংরেজী সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপুরা গ্রামে আমার পিতার নামে ইসহাক একাডেমি প্রতিষ্ঠিত করি, আমাদের লক্ষ্যে এবং উদ্দেশ্য হলো সরকারের নীতিমালা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ডাক্তার, ইন্জিনিয়ার সহ প্রশাসনের সবর্ত্র দেশ সেবার প্রতিযোগিতার অংশগ্রহনের সুযোগ করে দেয়া। সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতায় এবং সৃষ্টিকর্তা মহান আল্লার করুণায় আমরা আমাদের কাংক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমরা আশাবাদী।